প্রথমে দেশকে দুর্নীতিমুক্ত করতে ও কালো টাকার কারবারিদের হাত থেকে রক্ষা করতে ৫০০ ও হাজারের নোট বাতিল করে কেন্দ্র। এরপর ভারতে লেনদেন আরও সহজ, সরলভাবে করতে ক্যাশলেস অর্থনীতির হয়ে সওয়াল করেন মোদী। সুদর্শন পট্টানায়কের পুরী সমুদ্র সৈকতে সাম্প্রতিক স্যান্ড আর্টে ফুটে উঠেছে সেই ভাবনাই।
তিনি তাঁর শিল্পকর্মের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছে হাতে হাত রেখে দেশকে ক্যাশলেস অর্থনীতিতে পরিণত করার বিষয়। পট্টনায়ক স্যান্ড আর্টের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বহুবার ভারতের মুখ উজ্জ্বল করেছেন। তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিতও হয়েছেন