ভুবনেশ্বর: শারীরিক অসুস্থতার কারণে ঝাড়পাড়া জেল হাসপাতালে ভর্তি সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর বেশ কিছু মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।
বৃহ্স্পতিবার সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় আদালতে আবেদনে জানান, তৃণমূল সাংসদের শারীরিক অবস্থা ভাল নয়। দাবির স্বপক্ষে পেশ করা হয় চিকিত্সার নথি। এরপরই জেল হাসপাতালে সুদীপের শারীরিক অবস্থা পরীক্ষা করানোর নির্দেশ দেন বিচারক। সেই মতো রাতেই সাংসদকে নিয়ে যাওয়া হয় ঝাড়পাড়া জেল হাসপাতালে। রোজভ্যালিকাণ্ডে গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই হেফাজত থেকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ভুবনেশ্বর আদালত।
এর আগে একটানা ১০ দিন সিবিআই হেফাজতে ছিলেন তিনি।
রোজভ্যালিকাণ্ড: শারীরিক অসুস্থতার কারণে জেল হাসপাতালে ভর্তি সুদীপ বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2017 03:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -