সুনন্দা মৃত্যুরহস্যের প্রকৃত ঘটনা জানতে উদগ্রীব, দাবি তারুরের
Web Desk, ABP Ananda | 23 Jul 2017 07:31 PM (IST)
বেঙ্গালুরু: সুনন্দা পুস্করের মৃত্যু কীভাবে হয়েছিল, সেটা জানার জন্য তিনি অন্য সবার থেকে বেশি উদগ্রীব বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি সমালোচকদেরও একহাত নিয়েছেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে যে তদন্ত চলছে, তার গঠনমূলক ও স্পষ্ট সমাধান চাইছেন তিনি। সুনন্দার মৃত্যুর ঘটনার তদন্তে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহয়োগিতা করবেন। তবে যাঁরা নিজেদের স্বার্থে প্রচার পাওয়ার জন্য হট্টগোল করছেন, তাঁদের সঙ্গে তিনি সহযোগিতা করবেন না। সুনন্দার মৃত্যুরহস্য উদঘাটনের জন্য আদালতের নজরদারিতে সিবিআই-এর নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, এই মামলার তদন্তে হস্তক্ষেপ করছেন তারুর। ইতিমধ্যেই অনেক প্রমাণ লোপাট করা হয়েছে। এই মামলায় মাত্রাতিরিক্ত বিলম্ব হচ্ছে। এর বিরোধিতা করে গতকাল দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুনন্দার পুত্র শিব মেনন। তাঁর আইনজীবীর দাবি, এই মামলায় হস্তক্ষেপের কোনও অধিকার নেই স্বামীর।