নয়াদিল্লি: সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্যের দ্রুত সমাধান চেয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের তত্ত্বাবধানে ওই তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে স্বামী লিখেছেন, কংগ্রেস নেতা শশী থারুরের স্ত্রী সুনন্দার রহস্যময় মৃত্যুর দ্রুত তদন্ত তো দূরের কথা, দিল্লি পুলিশ ঘটনার জট ছাড়াতে ন্যূনতম ব্যবস্থাও নেয়নি। অথচ সুনন্দার দেহে বিষ পাওয়া গেছে, এটাও পরিষ্কার, তাঁর মৃত্যু স্বাভাবিক নয়। পুলিশের কর্তব্য হল, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করে রহস্যের সমাধান খুঁজে বার করা অথচ এ ক্ষেত্রে সামান্য চার্জশিট তৈরিতেও তাদের কোনও আগ্রহ নেই।
স্বামীর বক্তব্য, আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআইকে বিষের চরিত্র বোঝার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ পক্ষের যাবতীয় গড়িমসি সত্ত্বেও তারা তাদের কাজ সেরে বিষের নাম ভারতীয় তদন্তকারীদের জানিয়ে দিয়েছে। কিন্তু গত বছর অগাস্ট থেকে তদন্তে পুরোপুরি ঢিলে দিয়েছে দিল্লি পুলিশ। ঘটনার প্রধান সন্দেহভাজন শশী থারুর সহ অন্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদটুকুও করেনি তারা। তাই তাঁর দাবি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠন করে এই ঘটনার তদন্ত হোক।
২০১৪-র জানুয়ারিতে দিল্লির এক পাঁচতারা হোটেলের সুইটে প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর আগের কয়েকদিন থারুরের সঙ্গে গোপন সম্পর্কের অভিযোগে পাকিস্তানি সাংবাদিক মেহর তারারের সঙ্গে ট্যুইটারে প্রকাশ্য কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি।
সুনন্দা মৃত্যু রহস্য: বিশেষ তদন্তকারী দল চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুব্রহ্মণ্যম স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2016 12:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -