সুঞ্ঝওয়ানে সেনা শিবিরে হামলার মাস্টারমাইন্ড ,'সার্জিক্যাল স্ট্রাইকে'য় হত জয়েশ জঙ্গি ওয়াকাস
Web Desk, ABP Ananda | 05 Mar 2018 08:05 PM (IST)
শ্রীনগর: বিশেষ গোয়েন্দা সূত্রে পাঠানো নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেনাবাহিনী ও এলিট স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) সোমবার দক্ষিণ কাশ্মীরের অবন্তীপুরের হাতোয়ার এলাকা ঘিরে ফেলে একটি বাড়িতে 'সার্জিক্যাল হামলা' চালালে এক জঙ্গি খতম হয়। সেনার দাবি, নিহত জঙ্গি জয়েশ-ই-মহম্মদের মুফতি ওয়াকাস। জয়েশের এই অপারেশনাল কমান্ডারই সম্প্রতি জম্মুর সুঞ্ঝওয়ানে সেনা শিবিরে সন্ত্রাসবাদী আক্রমণ, দক্ষিণ কাশ্মীরের লেথপোরায় সিআরপিএফ ক্যাম্পে আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড। এই অভিযানে কোনও সাধারণ নাগরিকের হতাহত হওয়ার খবর নেই বলে জানিয়েছে সেনা। ওয়াকাস খতম হওয়ার ফলে জয়েশের আরও নাশকতার ছক ভেস্তে দেওয়া গেল বলে মত সেনার। গত ১৭ ডিসেম্বর এই জায়গাতেই খতম হয় সন্ত্রাসবাদী গোষ্ঠীটির অপারেশনাল কমান্ডার নূর মহম্মদ তাঁতরে। ২০১৭-য় কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করে পাকিস্তানি নাগরিক ওয়াকাস। জয়েশের অপারেশনাল কমান্ডার হিসাবে কাজ করছিল সে। দক্ষিণ কাশ্মীরের ট্রাল থেকে ফিঁদায়ে বাহিনীকে সে জম্মুতে পাঠিয়েছিল। ১০ ফেব্রুয়ারি সেই দলটাই সুঞ্ঝওয়ানের সেনা ছাউনিতে হামলা করে। জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির ৩৬ ব্রিগেডের ওপর এই হামলায় ২ জন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) সহ পাঁচ সেনাকর্মী ও এক জওয়ানের বাবা নিহত হন। হামলাকারী তিন সন্ত্রাসবাদীই শেষ পর্যন্ত খতম হয়। ৩০ ও ৩১ ডিসেম্বরের মাঝের রাতে লেথপোরায় সিআরপিএফ ছাউনিতে আত্মঘাতী হামলা চালিয়েছিল ফরদিন খান্ডে ও মনজুর বাবা নামে যে দুই স্থানীয় যুবক, তাদেরও উগ্রপন্থার রাস্তায় টেনে এনেছিল ওয়াকাস।