পর্নোগ্রাফি ছড়াচ্ছেন! চেন্নাইয়ে অনুষ্ঠানের আগে সানি লিওনের বিরুদ্ধে পিটিশন সমাজকর্মীর
Web Desk, ABP Ananda | 11 Feb 2018 03:01 PM (IST)
নয়াদিল্লি: আজই সানি লিওনের চেন্নাইয়ে এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা। ইতিহাসকেন্দ্রিক তামিল ছবি 'বীরামাবেদী'-র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তামিল সিনেমায় পা দিচ্ছেন। তবে সানিকে বিপাকে ফেলতে তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের অভিযোগ এনে তিনি দেশের আইনবিরোধী কাজ করছেন, এই দাবিতে পিটিশন দিলেন এক ব্যক্তি। সানির বিরুদ্ধে নাজারেথপেট থানায় অভিযোগ দায়ের করেছেন এনোখ মোজেস নামে ওই সমাজকর্মী। চেন্নাইয়ের অনুষ্ঠানে পারফর্ম করা থেকে সানিকে বিরত রাখার নির্দেশ চেয়ে মোজেস সওয়াল করেছেন, সানি অশ্লীলতা ছড়াচ্ছেন, দেশের সংস্কৃতি কলুষিত করবেন তিনি। খুব বেশিদিন আগের কথা নয়, দেশের এক নম্বর তথ্য ও প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে নববর্ষ বরণের অনুষ্ঠানে সানির পারফর্ম করার বিরুদ্ধে একই যুক্তিতে সক্রিয় হয়েছিল একটি সংগঠন। সানিকে অনুষ্ঠান করতে দিলে তারা গণ আত্মাহুতি দেবে বলে হুমকি দেয় কর্নাটক বেদিকে যুব সেনে নামে ওই গোষ্ঠীর সদস্যরা। শেষ পর্যন্ত বাতিল হয় সানির পারফরম্যান্স। সানিকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছিল 'তেরা ইন্তেজার' ছবিতে যাতে ছিলেন আরবাজ খানও।