লন্ডন: পৃথিবীর মতো দেখতে আরও একটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। সৌরমণ্ডলের কাছাকাছি খুব উজ্জ্বল এক নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে এই সুপার-আর্থ।
বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন এই গ্রহটির ভর পৃথিবী থেকে ৫.৪ গুণ বেশি। জেজি ৫৩৬ নামে একটি লাল বামন নক্ষত্রের চারদিকে ঘুরছে সে। একবার সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণ করতে গ্রহটির সময় লাগে ৮.৭ দিন। এর আগে পৃথিবীর মতো দেখতে জিজে ৫৩৬ বি গ্রহটি আবিষ্কৃত হয়েছিল।
স্পেনের লা লাগুনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আলেজান্দ্রো সুয়ারেজ মাসকারেনো জানিয়েছেন, এই ধরনের গ্রহগুলির ভূ-ত্বক মূলত পাথুরে হয়। গ্রহটির ব্যাপারে বিশদে জানতে আরও পরীক্ষা করছেন তাঁরা। গ্রহটির ব্যাসার্ধ, ঘনত্ব পরিমাপের জন্য চলছে আরও বিশদে পরীক্ষা। গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটির তাপ সূর্যের থেকে অনেক কম এবং আকারে ছোট। তবে সূর্যর থেকে অনেক বেশি উজ্জ্বল। সূর্যের মতো সেটিরও চৌম্বকীয় শক্তি প্রবল।
পৃথিবীর মতো দেখতে গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2016 01:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -