নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের চার বিচারপতি সাংবাদিক বৈঠক করে যে অভিযোগ করেছেন, সেগুলিকে সমর্থন করে প্রধান বিচারপতি দীপক মিশ্রকে খোলা চিঠি দিলেন চারজন প্রাক্তন বিচারপতি। তাঁদের মধ্যে সুপ্রিম কোর্টেরও এক প্রাক্তন বিচারপতি আছেন। তাঁরা বলেছেন, বিচার বিভাগেরই এই সঙ্কট মিটিয়ে নেওয়া উচিত।

যে চার প্রাক্তন বিচারপতি এই চিঠি লিখেছেন তাঁরা হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পি বি সাবন্ত, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এ পি শাহ, মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে চন্দ্রু ও বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এইচ সুরেশ। সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রাক্তন বিচারপতি শাহ বলেছেন, ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা একমত। যতক্ষণ না বর্তমা সমস্যা মিটে যাচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রবীণ বিচারপতিদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের বিচারের জন্য রাখা উচিত।’