নয়াদিল্লি: তফশিলি জাতি ও উপজাতি আইনে অপরাধ বা অত্যাচারের ক্ষেত্রে অবিলম্বে গ্রেফতার না করার রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার আবেদন জানালেও, এ বিষয়ে দ্রুত শুনানি হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চে আজ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তফশিলি জাতি ও উপজাতি আইনের আগের সংস্থানই বহাল রাখার আবেদন জানানো হয়। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন, এ বিষয়ে দ্রুত শুনানি হবে না। উপযুক্ত সময়েই শুনানি হবে।
গত মাসে সুপ্রিম কোর্ট জানায়, এখন থেকে আর তফশিলি জাতি ও উপজাতি আইনে কারও বিরুদ্ধে অভিযোগ করা হলেই তৎক্ষণাৎ গ্রেফতার করা যাবে না। এই রায়ের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার, দলিতদের বিভিন্ন সংগঠন, কংগ্রেস ও আরজেডি সহ বিভিন্ন রাজনৈতিক দল। আজ বিভিন্ন সংগঠনের ডাকে চলছে ভারত বনধ। এই বনধকে কেন্দ্র করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে।
এসসি/এসটি আইন: দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
02 Apr 2018 03:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -