নয়াদিল্লি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিধায়ক পদ খারিজের দাবিতে জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন পেশ করার সময় তাঁর বিরুদ্ধে খুনের মামলা চলছে, এ কথা গোপন করার অভিযোগ ওঠে নীতীশের বিরুদ্ধে। এই অভিযোগেই জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী এম এল শর্মা। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই মামলার কোনও ভিত্তি নেই।

১৯৯১ সালে বিহারের বারে লোকসভা উপনির্বাচনের আগে স্থানীয় কংগ্রেস নেতা সীতারাম সিংহকে খুন এবং চারজনকে জখম করার অভিযোগ ওঠে নীতীশের বিরুদ্ধে। শর্মার অভিযোগ, ২০১২ সালের নির্বাচন বাদ দিয়ে ২০০৪ সাল থেকে হওয়া নির্বাচনগুলিতে মনোনয়ন পেশ করার সময় এই মামলা চলার কথা উল্লেখ করেননি নীতীশ। সেই কারণে তাঁর বিধায়ক পদ খারিজ করা উচিত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানিতে নীতীশের আইনজীবী বলেন, পটনা হাইকোর্ট এই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। নীতীশ কোনও আইনবিরুদ্ধ কাজ করেননি। এরপরেই জনস্বার্থ মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।