চণ্ডীগড় প্রশাসনকেই ১০ বছর বয়সি ধর্ষিতার দেখভালের দায়িত্ব নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda | 01 Sep 2017 07:19 PM (IST)
নয়াদিল্লি: ১০ বছর বয়সি মেয়েটি ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। সুপ্রিম কোর্ট তাকে গর্ভপাতের অনুমতি দেয়নি। ফলে কিছুদিন আগে সন্তানের জন্ম দিয়েছে মেয়েটি। এবার তার দেখভালের ব্যবস্থা করার জন্য চণ্ডীগড় প্রশাসনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম বি লোকুর ও দীপক গুপ্তর বেঞ্চ বলেছে, চণ্ডীগড়ের সমাজকল্যাণ দফতরের ডিরেক্টরকেই এই দায়িত্ব নিতে হবে। আর্থিক সহায়তার ১০ লক্ষ টাকার মধ্যে মেয়েটি ও তার সন্তানের খাওয়া-দাওয়ার জন্য এক লক্ষ টাকা দিতে হবে। বাকি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখতে হবে। এই নাবালিকা ধর্ষিতার দেখভালে যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেছেন, মেয়েটির জন্য যে সাহায্যকারী আধিকারিক, লিয়াজোঁ অফিসার এবং কাউন্সেলর নিয়োগ করা হবে, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে সমাজকল্যাণ দফতরের ডিরেক্টরকে। মেয়েটির বাবা-মা বললে তবেই সংশ্লিষ্ট আধিকারিকরা দায়িত্ব পালন করবেন, এমন হলে চলবে না। মেয়েটি ও তার সন্তানের স্বাস্থ্যের বিষয়ে রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রিপোর্টে চণ্ডীগড়ের আইনি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়টি ও তার সন্তান সুস্থ আছে।