নয়াদিল্লি: গরমের ছুটি না নিয়ে তিন তালাকের মামলার শুনানি শুনবেন অন্তত ১৫জন সুপ্রিম কোর্টের বিচারপতি। শীর্ষ আদালতে এর আগে এমন ঘটনা ঘটেনি।

প্রধান বিচারপতি জে এস খেহর জানিয়েছেন, দরকারে ছুটির দিনেও কাজ করবে আদালত। তিন তালাক ছাড়াও শুনানি হবে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহারকারীদের গোপনীয়তার অধিকার ও বাংলাদেশি শরণার্থীদের সন্তানদের নাগরিকত্বের অধিকার নিয়ে।

গরমে ৯০ দিনের ছুটি পান বিচারপতিরা। সাধারণত চারজন সুপ্রিম কোর্টের বিচারপতি এই সময়টা কাজ করেন। কিন্তু এবার ২৮জন বিচারপতির মধ্যে বেশিরভাগই মামলার শুনানি শুনবেন।

প্রধান বিচারপতি জানিয়েছেন, যদি এই শুনানিগুলি পৃথক সাংবিধানিক বেঞ্চে শুরু না হয়, তাহলে বছরের পর বছর ধরে পড়ে থাকবে।

মুসলিমদের মধ্যে তিন তালাক, নিকাহ হালালা ও বহু বিবাহ নিয়ে ১১ মে হবে শুনানি।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টকে ইতিমধ্যেই বলেছে, তিন তালাক সহ এই বিষয়গুলি মুসলিমদের ধর্মীয় অধিকার, এসব আদালতের নজরদারিতে আসে না।