উল্লেখ্য, এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট বিবদমান পক্ষগুলির মধ্যে আলোচনার ভিত্তি বিবাদ নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিল। প্রয়োজনে খোদ আদালতের পক্ষ থেকেই মধ্যস্থ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এদিনের শুনানিতে মধ্যস্থতার বিষয়টি সম্পর্কে কোনও কথা হয়নি।
এদিনের শুনানির পরই ট্যুইটার মারফত্ তাঁর অসন্তোষ ব্যক্ত করেছেন স্বামী। তিনি বলেছেন, আজ সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে, তিনি মামলার পক্ষ কিনা।
স্বামী বলেছেন, তিনি আদালতকে জানিয়েছেন যে, ধর্ম পালনের মৌলিক অধিকারের ভিত্তিতেই তিনি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন।
স্বামী বলেছেন, এদিন সুপ্রিম কোর্ট যা বলেছে, তাতে এই মামলার ফয়সালায় যাঁরা বিলম্ব চেয়েছেন তাঁরাই সফল হয়েছেন। এবার মামলার দ্রুত শুনানির জন্য অন্য পথ খুঁজে দেখবেন বলেও জানিয়েছেন স্বামী।
এদিকে, বাবরি মসজিদ ধ্বংস মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী অযোধ্যায় হৃদরোগে মারা গিয়েছেন। গত সোমবার মহম্মদ আসলাম আনসারি নিজের বাড়িতেই মারা গিয়েছেন বলে তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে। আনসারি এই মামলার সবচেয়ে প্রবীন পক্ষ প্রয়াত হাশিম আনসারির ভাইপো।