নয়াদিল্লি: অযোধ্যা রায় পুনর্বিবেচনা করার জন্য জমা পড়া একাধিক হলফনামা নিয়ে পর্যালোচনা করতে চলেছে শীর্ষ আদালত। ৬ ডিসেম্বর বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ পর্যালোচনার পর জানাবে এই বিষয়ে আদৌ খোলা আদালতে আলোচনা হবে নাকি গোটা পক্রিয়াই সম্পন্ন হবে চেম্বারে। সংবাদসংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১টা ৪০ নাগাদ আদালত বসবে এবং রায় পুনর্বিবেচনার হলফনামা নিয়ে সিদ্ধান্ত নেবে।


নভেম্বর মাসের ৯ তারিখ বিতর্কিত অযোধ্যা জমি বিতর্ক মামলার রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, ওই স্থানের মালিকানা রামলালার। ৫ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে রায়ে জানায়, অযোধ্যার বিতর্কিত জমির মালিক রামলালা। ওই স্থানে মন্দির তৈরির জন্য সরকারকে ট্রাস্ট গঠন করার নির্দেশও দেয় শীর্ষ আদালত। অন্যদিকে সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর জমি দেওয়ার জন্যও বলে সর্বোচ্চ আদালত।


এই রায় ঘোষণার মাস খানের মধ্যে আদালতে জমা পড়ে রিভিউ পিটিশন। রায় পুনর্বিবেচনা করে দেখার জন্য হলফ নামা দাখিল করেন মৌলানা মুফতি হাসবুল্লা, মৌলানা মাহফুযুর রহমান, মিসবাউদ্দিন, মহম্মদ উমর ও হাজি মাহমুদ। এদের প্রত্যেককেই সমর্থন করে অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড। এই পাঁচ জন ছাড়াও স্বতন্ত্রভাবে হলফনামা দাখিল করেছেন মহম্মদ আয়ুব। তাছাড়াও আরও ৪০ জন এই রায় পুনর্বিবেচনা করার জন্য হলফনামা দিয়েছেন। হলফনামা দাখিলকারীদের মধ্যে রয়েছে নির্মোহী আখড়াও। ৬ ডিসেম্বর ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সেই হলফনামা বৈধতা পাবে কিনা, সে নিয়েই পর্যালোচনা করবে।