নয়াদিল্লি: বুধবার দেশের শীর্ষ আদালত জানায় সুপ্রিম কোর্টে পাঁচ বিচারক বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চে আধার সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে। এই মামলার শুনানিতে আধারের গোপনীতায় রক্ষার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আগামী ১৮ এবং ১৯ জুলাই ৫ সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে। আজ প্রধান বিচারপতি জে এস খেহর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দেন।
সরকার বিভিন্ন জনস্বার্থ সংক্রান্ত প্রকল্পে আধার বাধ্যতামূলক করায় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল এবং বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিভান সাংবিধানিক বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। বিচারপতি খেহর আজ যখন বেনুগোপালকে জিজ্ঞেস করেন, তাঁরা কী চান এই মামলার শুনানি সাত বিচারপতি বিশিষ্ট বেঞ্চে হোক। তাঁর জবাবে দুপক্ষই দাবি করেন, পাঁচ বিচারপতি বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে আধার সংক্রান্ত সমস্ত মামলার শুনানির নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2017 12:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -