সুরাত: রাফাল নিয়ে কংগ্রেস, বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে এই ইস্যুতে নরেন্দ্র মোদি পাশে পেলেন এক গুজরাতি দম্পতিকে, যাঁরা তাঁর ফ্রান্স থেকে ওই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়ে তাঁদের বিয়ের আমন্ত্রণপত্রে একটি পেজ বরাদ্দ করেছেন। ২২ জানুয়ারি বিয়ে তাঁদের। সুরাতের ওই দম্পতি, যুবরাজ পোখরানা ও সাক্ষী আগরওয়ালকে এজন্য চিঠি পাঠিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, এতে তিনি দেশের জন্য আরও মনপ্রাণ দিয়ে কাজ করার প্রেরণা পেয়েছেন। পোখরানা মিডিয়াকে জানান, ইমেল মারফত মোদির শুভেচ্ছা চিঠিটি তিনি ১৭ জানুয়ারি পেয়েছেন। তাঁর মা ববিতা প্রকাশ পোখরানাকে উদ্দেশ্য করে চিঠিতে মোদি লিখেছেন, যুবরাজ, সাক্ষীর বিয়ে উপলক্ষ্যে হৃদয়ের উষ্ণতা-মাখা অভিনন্দন পোখরানা পরিবারকে। অতিথিদের পাঠানো আমন্ত্রণপত্রে একটা অভিনব ব্যাপার দেখলাম। তার বিষয়বস্তুর আন্তরিকতায় দেশের প্রতি আপনাদের ভালবাসা, আনুগত্য, চিন্তার প্রতিফলন রয়েছে। এটা আমাকেও দেশের জন্য আরও পরিশ্রম করায় উদ্বুদ্ধ করেছে। ওঁদের সুখী, সমৃদ্ধি জীবনের আশীর্বাদ করছি।
আমন্ত্রণপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় বহু হাজার কোটি টাকার রাফাল ডিলের সমর্থনে বেশ কিছু যুক্তি হাজির করেছে ওই দম্পতি। ‘রাফাল নিয়ে কয়েকটি তথ্য’ শিরোনামে তারা শুরুতেই বলেছে, অস্ত্রবাহী জেটের সঙ্গে সাধারণ একটি বিমানের দামের তুলনা কোনও মূর্খও করবে না। কিছু পরিসংখ্যান, তথ্যের সঙ্গে তুলনা টেনে বলেছে, ইউপিএ সরকার নির্ধারিত দামের চেয়ে তা সস্তা হবে। কংগ্রেস যে ৫২৬ কোটি টাকা দামের কথা বলছে, সরকারি নথিতে কোথাও তা নেই। অস্ত্রবাহী বিমানের দাম ২০ শতাংশ কম। ডিআরডিও, টাটা, মাহিন্দ্রা সহ ৭২টি কোম্পানিকে অফসেট দেওয়া হয়, যাদের মধ্যে হ্যালও রয়েছে। ডিল থেকে শেষ মূহূর্তে হ্যালকে বাদ দেওয়ার দাবি ঘিরে উদ্ভূত বিতর্কে মোদি সরকারের পাশে দাঁড়িয়ে ওই দম্পতি লিখেছে, ইউপিএ-ই হ্যালকে বরাত দিতে চায়নি, যারা বেশি সময়, শ্রম লাগবে বলেছিল।
মোদির অভিনন্দন বার্তায় আপ্লুত পোখরানা বলেছেন, আমার মতো একজন সামান্য মানুষকে প্রধানমন্ত্রী যে এতটা গুরুত্ব দিয়েছেন, তাতে আমি বিস্মিত। আমন্ত্রণপত্রের তথ্য রাফাল ডিল সম্পর্কে মানুষের বিভ্রান্তি কাটাতে সাহায্য করবে বলে আশা করছি। তাঁর হবু স্ত্রীর বক্তব্য, দেশবাসীকে বলতে চেয়েছি, এই ডিল দেশের পক্ষে ভাল। অনেক মহিলা, বিশেষত গৃহবধূরা এর নানা সূক্ষ্ম দিকগুলি সম্পর্কে জানেন না। তাঁদের সহজে ব্যাপারটা বোঝাতে চেয়েছি।
২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিতেও তাঁরা আমন্ত্রিতদের আবেদন করেছেন। লিখেছেন, নমো অ্যাপের মাধ্যমে বিজেপিকে আপনারা যে কোনও সাহায্য করলে, ২০১৯ এর ভোটে মোদিকে ভোট দিলে সেটাই হবে আমাদের উপহার।