সুরাত: গো-মাংস রাখার জন্য এক ব্যক্তির তিন বছরের কারাদণ্ড দিল সুরাতের একটি স্থানীয় আদালত।  রফিক ইলিয়াসভাই খলিফা নামে ওই ব্যক্তির ১০ হাজার টাকার জরিমানাও করেছে আদালত। এর আগে আদালতে ৩৫ বছরের রফিক গুজরাতের প্রাণী সংরক্ষণ (সংশোধনী) আইন-২০১১-তে দোষী সাব্যস্ত হন।
উল্লেখ্য, গুজরাতে গো-মাংস রাখা, কেনা, বহন বা গো-মাংসজাত পণ্য নিষিদ্ধ।
রায় দিতে গিয়ে বিচারক বলেছেন, একটি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত গরু। তাই এ ধরনের অপরাধ সমাজের শান্তি বিঘ্নিত করে। অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া হলে তা উদাহরণ হয়ে থাকবে এবং এ ধরনের অপরাধ করা থেকে অন্যদের বিরত রাখবে।
দোষীর আইনজীবী ক্ষমার আর্জি জানান। তিনি বলেন, রফিক দরিদ্র এবং পরিবার তাঁর ওপর নির্ভরশীল। কিন্তু আদালত এই যুক্তি খারিজ করে দেয়।
সুরাত জেলার গণদেবী তালুকের বাসিন্দা রফিককে ২০১৪-র ৮ অক্টোবর গ্রেফতার করা হয়। তিনি তাঁর মোটরসাইকেলে করে ২০ কেজি গোমাংস নিয়ে যাচ্ছিলেন। সেই সময় গো-সংরক্ষণী সমিতির দুই সদস্য তাঁকে ধরে ফেলেন। এরপরই তাঁকে পুলিশ গ্রেফতার করে।