সুরাতে সন্ন্যাস নিচ্ছে কোটিপতি হিরে ব্যবসায়ীর ছেলে
ABP Ananda, Web Desk | 19 Apr 2018 10:40 AM (IST)
সুরাত: গুজরাতে ফের সন্ন্যাসের পথ বেছে নিল কোটিপতির সন্তান। হিরে ব্যবসায়ী দীপেশ শাহের ছেলে ভব্য আজ জৈন ভিক্ষু হিসেবে দীক্ষা নেবে। সপ্তম শ্রেণির এই ছাত্র বলেছে, ঈশ্বরের দেখানো সত্যের পথ বেছে নিয়েছে সে, তাই ভীষণ খুশি। দীপেশ শাহের দুই ছেলে, এক মেয়ে। ভব্যর বোন ১২ বছর বয়সেই দীক্ষা নিয়েছে। এখন সে দীক্ষা নেওয়ায় পরিবারে খুশির হাওয়া। ভব্যকে দীক্ষা দেবেন সুরাতের উমরা এলাকার জৈন সঙ্ঘের আচার্য রশ্মিরত্নসুরী। অনুষ্ঠানে যোগ দেবেন ৪০০-৫০০ জৈন সন্ন্যাসী ও প্রায় ৭,০০০ মানুষ। ভব্য বলেছে, তার বাবা মা তাকে বলেছেন, এটাই সঠিক পথ। একদিন তাঁরাও এই পথে আসবেন।