সুরাত: গুজরাতের সুরাতে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জৈন মুনি শান্তি সাগর। জানা গিয়েছে, শনিবার পুলিশ শান্তি সাগরকে স্থানীয় তানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। সন্ধেবেলায় গ্রেফতার করা হয় তাঁকে। রাতে হয় ডাক্তারি পরীক্ষা। অভিযোগকারিণীর বক্তব্য হল, পরিবারের সঙ্গে ওই জৈন মুনির আশ্রমে যান তিনি। তখন শান্তি সাগর মন্ত্র জপ করার ছুতোয় তাঁকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। অভিযোগের তদন্ত করছে পুলিশ।