রেওয়া: শুক্রবার মধ্যপ্রদেশের রেওয়াতে এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনা আবহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোলার প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর মোদি বলেছেন, ‘শুধু আজ নয়, একবিংশ শতাব্দীতে অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে সৌরশক্তি। সৌরশক্তি সুনিশ্চিত, শুদ্ধ ও সুরক্ষিত। আজ ইতিহাস তৈরি করল রেওয়া। নর্মদা মা ও সাদা বাঘের জন্য পরিচিত ছিল রেওয়া। এবার তার সঙ্গে যুক্ত হল এশিয়ার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।’
এই সোলার প্ল্যান্ট ৭৫০ মেগাওয়াট আল্ট্রা মেগা সোলার ক্ষমতা সম্পন্ন। এর আগে ভারতের সবচেয়ে বড় সোলার পার্কটি ছিল কর্ণাটকে। এই প্রকল্পটি বাস্তবে রূপান্তরিত করতে খরচ হয়েছে ৪৫০০ কোটি টাকা। কেন্দ্রের তরফ থেকে আরও ১৮৩ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এই সোলার পার্কটির উন্নয়নে খরচ করার জন্য। ওই রাজ্যের তুমকুরুর জেলায় রয়েছে এই সোলার পার্ক। তাছাড়া রেওয়া প্রকল্প থেকে উৎপন্ন সৌরবিদ্যুৎ প্রতিবছর প্রায় ১৫ লক্ষ টন কার্বনের হ্রাস ঘটাবে। আর এক্ষেত্রে এই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে দিল্লির মেট্রো রেলে। ২৪% সরবরাহ করা হবে গণপরিবহনের মাধ্যমগুলির ক্ষেত্রে। আর বাকি বিদ্যুৎ অন্যান্য রাজ্যগুলিকে প্রদান করা হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সৌরশক্তি সুনিশ্চিত, শুদ্ধ ও সুরক্ষিত, মধ্যপ্রদেশে এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করে বললেন মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jul 2020 12:11 PM (IST)
এই সোলার প্ল্যান্ট ৭৫০ মেগাওয়াট আল্ট্রা মেগা সোলার ক্ষমতা সম্পন্ন। এর আগে ভারতের সবচেয়ে বড় সোলার পার্কটি ছিল কর্ণাটকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -