নয়াদিল্লি: বি এস ইয়েদুরাপ্পাকে অভিনন্দন অমিত শাহের। কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া প্রবীণ নেতার পরিচালনায় বিজেপি স্থিতিশীল, কৃষকমুখী, উন্নয়নমুখী সরকার চালাবে বলে আশা প্রকাশ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।
কর্নাটকে পালাবদল হল শেষ পর্যন্ত। দুই শরিক দলে বিদ্রোহের জেরে বিধানসভায় আস্থাভোটে এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বে কংগ্রেস-জেডি (এস) জোট সরকারের পতন ঘটায় ক্ষমতায় ফিরলেন ইয়েদুরাপ্পা। এই নিয়ে চতুর্থবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। শুক্রবার বিকালে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বজুভাই ভালা।


৭৬ বছর বয়সি ইয়েদুরাপ্পাকে স্বাগত জানিয়ে অমিত শাহ ট্যুইট করেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে নতুন শপথ নেওয়া বি এস ইয়েদুরাপ্পাকে অভিনন্দন। আমি নিশ্চিত, তাঁর নেতৃত্বে ও প্রধানমন্ত্রী মোদির তত্ত্বাবধানে বিজেপি রাজ্যে একটি স্থিতিশীল, কৃষকবন্ধু ও উন্নয়নকেন্দ্রিক সরকার দেবে। বিজেপি তাদের আশাআকাঙ্খা পূরণে দায়বদ্ধ বলে কর্নাটকের মানুষকে আশ্বস্ত করছি।