আজ মন্ত্রিসভা সম্প্রসারণের পর টুইট করে প্রভু অভিনন্দন জানান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া ৪ নতুন মন্ত্রীকে।
পরের টুইটে ১৩ লাখের বেশি রেল কর্মীকে রেল পরিবার বলে সম্বোধন করে তিনি বলেন, তাঁদের সমর্থন, ভালবাসা ও শুভেচ্ছা সারা জীবন মনে রাখবেন তিনি।
সুরেশ প্রভুর ইস্তফার পর রেল মন্ত্রক কে পাবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে শোনা যাচ্ছিল, নীতীন গড়কড়ি এই দায়িত্ব নেবেন। কিন্তু জানা যাচ্ছে, এত পরে এই দায়িত্ব আর তিনি নিতে চান না, বিশেষ করে এই সময়ে, যখন রেলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। শোনা যাচ্ছে পীযূষ গোয়েলকে রেলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে।