নয়াদিল্লি: ওড়িশার বালেশ্বর স্টেশন এক শারীরিক প্রতিবন্ধীকে বেধড়ক মারধরের ঘটনায় আরপিএফের দুই আধিকারিককে সাসপেন্ড করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ট্যুইট মারফত্ এ কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত রবিবার ওই প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনার ভিডিও ফুটেজ স্থানীয় সংবাদচ্যানেলগুলি সম্প্রচারিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রভু জানিয়েছেন, ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরপিএফ-এর ডিরেক্টর জেনারেলকে রেলমন্ত্রী তদন্ত করতে বলেছেন।
ঘটনার সময় স্টেশনে উপস্থিত সরকারি রেলওয়ে পুলিশ ও স্থানীয় আরপিএফ আধিকারিকরা বলেছেন, ওই ঘটনা সম্পর্কে তাঁদের কাছে কোনও অভিযোগই আসেনি।
সাসপেন্ড হওয়া দুই আরপিএফ আধিকারিককে রেল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদের জন্য খড়্গপুরে তলব করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত আধিকারিকরা ট্রেনের এসকর্ট ডিউটিতে ছিলেন। তাঁরা মোবাইল ফোন চুরির জন্য ওই প্রতিবন্ধী ব্যক্তিকে মারধর করেন।
স্টেশনে প্রতিবন্ধীকে মারধর, দুই আরপিএফ আধিকারিককে সাসপেন্ড করলেন রেলমন্ত্রী
ABP Ananda, web desk
Updated at:
10 Jan 2017 03:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -