স্বাভাবিকের চেয়ে বিশাল বড় আয়তনের জিভ, শ্বাসরোধ হওয়া থেকে বাঁচালো চিকিত্সকদের সফল অস্ত্রোপচার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jan 2017 12:33 PM (IST)
জব্বলপুর: জন্মের সময় বিভিন্ন রকমের শারীরিক সমস্যা অনেকেরই থাকে। একটি সমীক্ষা অনুযায়ী গত কয়েক বছরে সেই সমস্যার হার অনেক বেড়েছে। শিশুদের চামড়ায় অনেক ধরনের সমস্যা থাকে। আবার অনেককেই নেকড়ের মতো দেখতে হয়। তবে সম্প্রতি মধ্যপ্রদেশের জব্বলপুরে এক শিশুর জন্ম হল, স্বাভাবিকের চেয়ে যার বিশাল আয়তনের জিভ ছিল। জিভের আয়তন এতটাই বড় ছিল, যে শিশুটি নিশ্বাস পর্যন্ত নিতে পারত না। ছোট্ট একরোত্তি অপরাজিতা লোধির যেটা হয়েছে তা চিকিত্সকদের পরিভাষায় বলা হচ্ছে ম্যাক্রোগ্লসিয়া। মূলত জিভের মধ্যে বড় আকারের একটি টিউমার ছিল, যার জেরে শ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল অপরাজিতার। শিশুটি যাতে স্বাভাবিক ভাবে শ্বাস নিতে পারে, তারজন্যে চার দিন তাকে কৃতিম শ্বাসযন্ত্র দেওয়া হয়েছিল। এরই মাঝে জটিল অস্ত্রোপচারটি করে চিকিত্সকদের দল। শোনা গেছে, বাচ্চাটির জিভে বড় মাপের একটি টিউমার ছিল। দু ঘণ্টার অস্ত্রোপচারের পর বাচ্চাটি এখন স্বাভাবিকভাবে মুখ বন্ধ করতে পারছে। খাবার গিলতেও পারছে, নিশ্বাসও নিতে পারছে। বাচ্চাটিকে প্রথমে দেখে তার বাবা-মা আতঙ্কিত হলেও, সফল অস্ত্রোপচারের পর তাঁরা ভীষণই খুশি। শিশুটির মা মিনি লোধি এখন প্রতিমুহূর্তে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন।