নয়াদিল্লি: মায়ানমার ভূখণ্ডে ঢুকে এনএসসিএন (খাপলাং) জঙ্গিদের বিরুদ্ধে ফের অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ভারতীয় প্যারাট্রুপার বাহিনী মায়ানমারে ঢুকে এনএসসিএন জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে এনএসসিএন-ও। তাদের আবার দাবি, তাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ৫ থেকে ৬জন কমান্ডো। যদি সেনা সূত্র দাবি করেছে, মায়ানমারে নয়, লড়াই চলেছে ভারতীয় ভূখণ্ডেই। সেনার দাবি, অরুণাচলের মন জেলার থ্রোইলু গ্রামে হয়েছে এই সংঘর্ষ। তারপর জঙ্গিরা মায়ানমারে গা ঢাকায় দেয়। তবে এতে কোনও সেনাকর্মীর মৃত্যু হয়নি।
মন জেলার পুলিশ প্রশাসনও জানিয়েছে, শুক্রবার গভীর রাতে অন্তত ৩০জন সেনা কমান্ডো মায়ানমার সীমান্ত পেরিয়ে ওপারে গিয়ে এনএসসিএনের খাপলাং গোষ্ঠীর বিরুদ্ধে জোরদার হামলা চালিয়েছেন। দুঘণ্টারও বেশি চলে এই গুলি বিনিময়, তবে এতে কোনও সেনা জওয়ান শহিদ হননি।
গত বছর মার্চে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএসসিএন (খাপলাং) ভারতের বিরুদ্ধে তাদের ১৪ বছরের যুদ্ধবিরতিতে একতরফা ইতি টানে। তারপর থেকেই উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে একের পর এক হামলা চালিয়েছে তারা। গত বছর জুনে জঙ্গিদের হাতে ১৮জন সেনা জওয়ানের মৃত্যুর ঠিক ৫দিন পর স্পেশাল ফোর্স মায়ানমারে ঢুকে এনএসসিএন (খাপলাং) ও কেওয়াইকেএল জঙ্গিদের ওপর নিখুঁত অপারেশন চালায়। এতে প্রাণ হারায় বেশ কয়েকজন জঙ্গি।
ফের মায়ানমারে ঢুকে নাগা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাল সেনা?
ABP Ananda, web desk
Updated at:
20 Aug 2016 04:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -