নয়াদিল্লি: ভারত-পাকিস্তান বর্তমান পরিস্থিতি ‘উদ্বেগজনক’ উল্লেখ করে দেশের বায়ুসেনা প্রধান অরূপ রাহা জানিয়ে দিলেন, তাঁরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।


সার্জিক্যাল স্ট্রাইকের পরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। গত সপ্তাহে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে সামরিক অভিযান চালিয়ে জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয়ে প্রায় ৪০ জঙ্গিকে খতম করে স্পেশাল ফোর্সের কম্যান্ডোরা।

এরপরই দুদেশের মধ্যে সামরিক চাপানউতোর শুরু হয়ে যায়। অভিযানের পাল্টা হিসেবে ক্রমাগত সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ করছে পাক সেনা।

উভয় দেশের শাসক সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করেছে। চলছে উত্তপ্ত বাক্য-বিনিময়। এক কথায় সামগ্রিকভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে  ‘যুদ্ধের’ আবহ তৈরি।

এই প্রেক্ষিতে দেশের বায়ুসেনা প্রধান জানিয়ে দিলেন, বাহিনী যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। এদিন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা বলেন, সেনা, নৌসেনা ও বায়ুসেনা (যুদ্ধের জন্য) সর্বদা তৈরি।

প্রসঙ্গত, তিন বাহিনীর প্রধানের কমিটির (চিফ অফ স্টাফস কমিটি) মাথাতেও রয়েছেন অরূপ রাহা। সেই প্রেক্ষিতে এদিন এয়ার চিফ মার্শাল স্বীকার করেন, পরিস্থিতি ‘উদ্বেগজনক’। তবে, একইসঙ্গে তিনি জানান, যে কোনও চ্যালেঞ্জের জন্য তারা প্রস্তুত।

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরই সীমান্তের কাছে মহড়া শুরু করে দেয় পাক বিমানবাহিনী। এই বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তিনি। বলেন, এটা কাকতালীয় হতে পারে।