লখনউ: 'সূর্য নমস্কার' আর মুসলিমদের নমাজ পাঠ একই ব্যাপার। বললেন যোগী আদিত্যনাথ। অতীতে মুসলিমদের একাংশ সূর্য নমস্কার ইসলামের পরিপন্থী বলায় তাঁদের বিরোধিতা করেছিলেন তিনি। এবার বললেন, সূর্য নমস্কার আর মুসলিমদের নমাজ পাঠ একই। নমাজের সঙ্গে প্রাণায়ম সহ সূর্য নমস্কারের মতো বিভিন্ন আসন, ভঙ্গিমার সাদৃশ্য আছে। সূর্য প্রণাম ধর্মীয় সহাবস্থানের দারুণ উদাহরণ বলেও অভিমত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, সূর্য নমস্কার, প্রাণায়ামের যতরকম আসন বা ভঙ্গি আছে, সেগুলি সবই আমাদের মুসলিম ভাইয়েরা যেভাবে নমাজ পড়েন, সেরকম। দুটি ধর্মের সহাবস্থানের কী দারুণ নমুনা। কিন্তু কখনও কেউ দুটোকে মেলানোর চেষ্টা করেনি কেননা কিছু মানুষ আছে যারা শুধু ভোগে বিশ্বাস করে, যোগে নয়। এরাই ধর্ম, অঞ্চল, জাতপাতের ভিত্তিতে সমাজে বিভাজন ঘটিয়ে চলেছে।
আজ এখানে তিনদিনের যোগ মহোত্সবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও রাজ্যে আগের ক্ষমতায় থাকা সব সরকারের নিন্দা করে তিনি বলেন, আগে এমন অনুষ্ঠান করার অনুমতি চাইলে 'সাম্প্রদায়িক' কটাক্ষ শুনতে হত। ২০১৪-র আগে তো যোগের কথা বলা মানেই ধরে নেওয়া হত সাম্প্রদায়িক। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে যোগকে জনপ্রিয় করে তুলতে উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি বদলাতে থাকে।
প্রসঙ্গত, বিভিন্ন রাজ্য স্কুলে যোগ, সূর্যপ্রণাম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়ায় পাল্টা তার বিরুদ্ধে দেশব্যাপী প্রচারের সিদ্ধান্ত নেয় অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড।