নয়াদিল্লি: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে চর্চার অন্ত নেই। অভিনেতা যেন সঠিক বিচার পান সেই জন্য হ্যাশট্যাগ জাস্টিসফরএসএসআর-এ প্রতিদিনই সমর্থন বাড়ছে। সামিল হচ্ছেন বহু মানুষ। ওই হ্যাশট্যাগ মুভমেন্টে এ বার যোগ দিলেন যোগগুরু রামদেব।


গত ১৪ জুন পশ্চিম বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মৃতদেহ। এর পর থেকেই প্রয়াত অভিনেতার পরিবার-পরিজন বিচারের দাবিতে সরব হন। দু’মাস কেটে গেলেও এখনও কেউ গ্রেফতার হননি। এ দিকে হ্যাশট্যাগজাস্টিসফরএসএসআর-এ যোগ দিয়ে বিচারের দাবি ক্রমশ জোরদার হচ্ছে। ১৪ অগস্ট, শুক্রবার অভিনেতার পরিবারের সঙ্গে দেখা করেন রামদেব। এর মধ্যেই আজ পরিবারের উদ্যোগে সুশান্তের জন্য বিশ্ব জুড়ে যজ্ঞের আয়োজন করা হয়। রামদেবের সংস্থা পতঞ্জলিও যজ্ঞের আয়োজন করেছিল। টুইটারে সেই যজ্ঞের ছবি পোস্ট করেন যোগগুরু। টুইটারে নিজের হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘সুশান্তের পরিজনের সঙ্গে কথা বলেছি, ওঁদের দুঃখের কথা শুনে আমি শিহরিত। পতঞ্জলির সদস্যেরা সুশান্তের আত্মার জন্য প্রার্থনা করেছেন। সুশান্ত ও তাঁর পরিজন যেন সুবিচার পান।’’

প্রয়াত অভিনেতার পরিজনও আজ যজ্ঞ ও প্রার্থনা করেন। সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেন সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি। আর একটি ভিডিও বার্তায় তিনি আবেদন করেন, ‘‘সুশান্ত যেন ন্যায় বিচার পায়, তার জন্য প্রার্থনা করুন। সিবিআই তদন্তের দাবিতে আরও সরব হোন।’’