মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তে সামনে এল বড়সড় তথ্য। ইডি-র এক আধিকারিক জানিয়েছেন, সুশান্তর অ্যাকাউন্ট থেকে তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডের ফ্ল্যাটের ইএমআই কাটা হত। এই ফ্ল্যাট সুশান্তর নামেই বুক রয়েছে। এই ফ্ল্যাট রয়েছে মলাডে।
সুশান্তের মৃত্যুর মামলায় সিবিআই ও ইডি তদন্ত করছে। ইডি এই মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্ত করছে।   প্রতিদিনই এই মামলায় কোনও না কোনও বড়সড় তথ্য সামনে আসছে। আর তা থেকে মামলা ক্রমশ জটিল হচ্ছে। সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত ও প্রয়াত অভিনেতার পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে প্রথমসারিতেই রয়েছেন অঙ্কিতা। সেইসঙ্গে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলকেও অঙ্কিতা সুশান্ত সম্পর্কে সাক্ষাত্কার দিয়েছেন।



উল্লেখ্য, সুশান্ত ও অঙ্কিতার একে অপরের সঙ্গে প্রায় ছয় বছর সম্পর্ক ছিল। সুশান্তর সঙ্গে ব্রেকআপের পর অঙ্কিতার ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে, রিয়া চক্রবর্তীর সঙ্গে জীবনে এগিয়ে যাচ্ছিলেন সুশান্ত।
এরইমধ্যে গত ১৪ জুন মুম্বইয়ে সুশান্তকে তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করছে। সিবিআই এই মামলায় এফআইআর দায়ের করেছে।
সুশান্তর বাবা পটনায় এফআইআর দায়ের করেন এবং সুশান্তর প্রাক্তন গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, প্রতারণার অভিযোগ করেন। সুপ্রিম কোর্টে এই এফআইআর-কে চ্যালেঞ্জ করেছেন রিয়া।