নয়াদিল্লি: সুষমা স্বরাজের মৃত্যুতে প্রয়াত নেত্রী তথা সহকর্মীকে স্মরণ করলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে জানালেন, দলের অন্যতম জনপ্রিয় মুখ হওয়ার পাশাপাশি এদেশে নেত্রীদের রোল মডেল ছিলেন সুষমা। একটি শোকবার্তায় আডবাণী বলেন, সুষমা এমন একজন যাঁকে তিনি খুব কাছ থেকে চিনেছেন। বিজেপিতে সুষমার দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরু থেকেই তাঁর সঙ্গে কাজ করেছেন। অতীতকে স্মরণ করে আডবাণী বলেন, সুষমা একজন প্রতিভাবান যুব সদস্য ছিলেন, যখন তাঁকে বিজেপিতে নিয়ে এসেছিলেন তিনি। যত বছর পেরিয়েছে, সুষমা দলের একজন অত্যন্ত জনপ্রিয় ও মুখ্য নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সত্যি বলতে কি, দেশের মহিলা রাজবৈতিক নেতাদের কাছে নিজেকে রোল মডেল হিসেবে উঠে এসেছিলেন সুষমা। একজন প্রকৃত সুবক্তা। মাঝে মধ্যে আমি অবাক হয়ে যেতাম তাঁর প্রখর স্মৃতিশক্তি দেখে। কীভাবে তিনি বহু পুরনো ঘটনা অক্লেশে মনে করে সেগুলি গড়গড় করে বলে যেতে পারতেন।
একটা বছরও জন্মদিনে আমার পছন্দের চকোলেট কেক আনতে ভোলেনি সুষমা, স্মৃতিমেদুর আডবাণী
Web Desk, ABP Ananda | 07 Aug 2019 11:37 AM (IST)