নয়াদিল্লি: নরেন্দ্র মোদী প্রবাসী ভারতীয়দের কাছে পৌঁছতে কতটা উদ্যোগী, আন্তরিক, তার পরিচয় দিতে গিয়ে সুষমা স্বরাজ দাবি করেছিলেন, ওনার আগে দেশের আর কোনও প্রধানমন্ত্রী বিদেশে বসবাসকারী বিপুল সংখ্যক ভারতীয়কে কাছে টানার এত চেষ্টা করেননি। মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি আমেরিকার ম্যাডিসন স্কোয়ার থেকে শুরু করে নেপালের জনকপুরে তাঁর অভ্যর্থনা অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভারতীয়ের উদ্দেশ্যে ভাষণ দিয়ে তাঁদের সঙ্গে যোগসূত্র গড়েছেন। এতে তীব্র প্রতিক্রিয়া হয় নেপালের নানা মহলে।
নেপালি কংগ্রেস নেতা তথা সাংসদ গগন থাপা সুষমার মন্তব্যের সমালোচনা করে বলেন, এটা খুবই বেদনার যে, জনকপুরের যে বাসিন্দাদের নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন, তাঁদের ভারতীয় বললেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভেবে অবাক হতে হয়, এই বিভ্রান্তি কেন বা এটা কি নেপালের সার্বভৌমত্বকে স্রেফ পাত্তা না দেওয়ার মানসিকতা?
এরপরই ক্ষমা চেয়ে নিয়ে সুষমা ট্যুইট করেন, মোদী জনকপুরে যাঁদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তাঁরা নেপালের মানুষ, ভারতীয় নন। মোদীর নেপাল সহ গোটা দুনিয়ার প্রবাসী ভারতীয়দের কাছে পৌঁছনোর উদ্যোগ সম্পর্কে নিজের ভিডিও সমেত সুষমা ট্যুইট করেন, আমার তরফে ভুল হয়ে গিয়েছে। আন্তরিক ভাবে এজন্য ক্ষমা চাইছি।
নেপাল বিদেশমন্ত্রক আজ সুষমার মন্তব্যকে 'দুর্ভাগ্যজনক' বলেছে। মন্ত্রকের জনৈক মুখপাত্র বলেন, নেপাল সরকারের নজরে এসেছে, উনি প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। যারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছে নেপাল সরকার। সামাজিক সম্প্রীতি, সংহতি নেপালি জনজীবনের একটি ধারা, দেশের সব অংশের মানুষের মধ্যে জাতীয় ঐক্যকে তা তুলে ধরে এবং তাকে সবার সম্মান করা উচিত।