অসুস্থ সুষমা স্বরাজ, ভর্তি এইমসে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2016 03:20 AM (IST)
নয়াদিল্লি: অসুস্থ সুষমা স্বরাজ। গতকাল সকালে বুকে ব্যথা অনুভব করেন বিদেশমন্ত্রী। সন্ধেয় তাঁকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকরা। সুষমাকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। এইমস সূত্রের খবর, গতকাল সন্ধে পাঁচটা নাগাদ বিদেশমন্ত্রীকে পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে আনা হয়। হাসপাতালের চিকিত্কসরা জানিয়েছেন, ৬৪ বছরের বিদেশমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।