টেকস্যাভি বিদেশমন্ত্রী এরপর টুইটারে পোস্ট করেন এই ছবিটি।
৬৪ বছরের বিদেশমন্ত্রীর মুখে তরুণীর হাসি। তাঁর স্বামী, মিজোরামের প্রাক্তন রাজ্যপাল স্বরাজ কৌশলও স্ত্রীর সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাতে প্রাণ খুলে হাসছেন। রাজনীতি সুষমাকে দেশের মানুষের ঘরে পৌঁছে দিলেও তাঁর স্বামীর সম্পর্কে বিশেষ কিছু জানেন না সাধারণ জনতা। তাঁর ছবি তো দেখাই যায় না। মিজোরামের প্রাক্তন রাজ্যপাল হিসেবে কাজ করা ছাড়াও স্বরাজ ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। তখন সুষমা ছিলেন তাঁর সহকর্মী। তারপর স্ত্রী লোকসভায় চলে এলেও স্বামী সরে গেছেন রাজনীতি আর কূটনীতির আঙিনা থেকে।
টুইটারেই একজন প্রশ্ন করেছেন, স্বামীর সঙ্গে আচমকা দেখা বলছেন কেন? আপনারা কি একসঙ্গে থাকেন না? জবাবে সুষমা বলেছেন, তাঁরা বাড়িতে একসঙ্গেই থাকেন। কিন্তু সংসদে নয়।
গত মাসে তাঁদের বিবাহ বার্ষিকীতে যাঁরা অভিনন্দন জানিয়েছিলেন, তাঁদের ধন্যবাদ দিয়ে বিয়ের একটি ছবি টুইটারে পোস্ট করেন সুষমা।
দু'জনের বহু পুরনো একটি সাদা কালো ছবিও পোস্ট করেন তিনি। সেই ছবিতে ২৫ বছরের সুষমা ও তরুণ স্বরাজ কৌশল দাঁড়িয়ে আছেন প্রবাদপ্রতিম নেতা জয়প্রকাশ নারায়ণের সঙ্গে। তারপর সময় গড়িয়ে গেছে অনেক। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অপ্রত্যাশিত, হঠাৎ সাক্ষাতের প্রাণভরা আনন্দ কমেনি একটুও।