নয়াদিল্লি: না, এবার সহায় হয়ে উঠতে পারলেন না তিনি। দেশের বাইরে আপদে-বিপদে পড়ে ট্যুইটারে তাঁর শরণাপন্ন হলে তিনি কিছু না কিছু একটা করবেনই, এমনই ধারণা তৈরি হয়েছে সুষমা স্বরাজ সম্পর্কে। বাস্তবে সত্যিই এমন ঘটেছে যে, ভারতীয় নাগরিকরা সমস্যায় পড়ে তাঁকে ট্যুইটারে জানানোর পর হস্তক্ষেপ করে সঙ্কট দূর করেছেন বিদেশমন্ত্রী। কিন্তু এবার এক মহিলা স্বামীর বিরুদ্ধে বারবার ট্যুইটারে অভিযোগ জানিয়ে সুষমার হস্তক্ষেপ চাইলেও তাঁকে নিরাশ হতে হল। তাঁর পক্ষে এ ক্ষেত্রে কিছু করতে না পারার অসহায়তার কথা জানিয়ে দিলেন সুষমা।

সুজাতা নামে ওই মহিলা ট্যুইটারে জানান, তাঁর স্বামী তাইল্যান্ডের এক মহিলায় আসক্ত, তাঁকে প্রতারিত করেছেন। তিনি লেখেন, মায়ের শেষকৃত্য সেরে কুয়েত ফিরছিলাম। আমার স্বামী একটা সেলফি পাঠায়। দেখি, আমাদের ছেলের সামনেই ওকে জড়িয়ে ধরেছে অন্য এক মহিলা। ফের সুজাতা ট্যুইট করেন, তারপর ও ছেলেকে বলছে, আমায় পরিত্যাগ করেছে। আমি কুয়েত ফিরে ওর ফোনে মেয়েটির সঙ্গে ওর অশ্লীল চ্যাট, পর্ন ভিডিও দেখতে পাই।

বারংবার ট্যুইট করেও নিশ্চিত হতে না পেরে সুজাতা তাই ওই মহিলার ফোন নম্বরও শেয়ার করে আর্জি জানান, সুষমা যেন ওকে খুঁজে বের করার নির্দেশ দেন।

কিন্তু সুজাতার যাবতীয় আশা, প্রতীক্ষায় জল ঢেলে সুষমা জানিয়ে দেন, তাঁর পক্ষে কিছুই করা সম্ভব নয়। ট্যুইটারে লেখেন, সুজাতা, আপনার প্রতি সহানুভূতি রইল। তবে দুর্ভাগ্যের কথা হল, এমন বদমায়েশ স্বামীদের ঢিট করতে বা শুধরে দেওয়ার কোনও ক্ষমতা আমার নেই।