নয়াদিল্লি: জীবনের শেষ ক’টা দিন নিজের মাতৃভূমিতেই কাটাতে চান। ভারতীয় বংশোদ্ভূত এক বৃদ্ধ মহিলার এই আবেদনে সাড়া দিয়ে তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সুষমা স্বরাজ।
খবরে প্রকাশ, কান্তাবেন শাহ নামে নবতিপর ওই মহিলাকে ভারতে পাঠিয়ে দেন তাঁর মার্কিন নিবাসী ছোট ছেলে। এদিকে, মহিলার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, ভারতের অভিবাসন দফতর তাঁকে এদেশে থাকার অনুমতি দিতে অস্বীকার করে।
এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন কান্তাবেন। সেখানে তিনি গোটা ঘটনার পাশাপাশি, নিজের ইচ্ছার কথাও ব্যক্ত করেন। এরপরই, বিষয়টির দায়িত্ব নেন সুষমা। ভারতে যাতে তিনি থাকতে পারেন, তার জন্য বৃদ্ধ মহিলাকে তিনি আশ্বাস দেন।
[embed]https://twitter.com/SushmaSwaraj/status/825714640302784513[/embed]