নয়াদিল্লি: আগামী সপ্তাহে কিডনি প্রতিস্থাপন হতে পারে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। গত সপ্তাহেই কিডনিজনিত সমস্যা নিয়ে এইমস্-এ ভর্তি হন তিনি। চিকিৎসকরা জানান, কিডনি প্রতিস্থাপন করতে হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিস্থাপনের আগে যেসব শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সবই হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। পরবর্তী পদ্ধতির জন্য তিনি প্রস্তুত। অস্ত্রোপচারের জন্য গঠিত হয়েছে বিশেষজ্ঞ দল।
উল্লেখ্য, বিদেশমন্ত্রী স্বয়ং টুইটারে কিডনি ফেলিওরের কথা জানিয়েছিলেন। এইমস-এ তাঁর চিকিৎসা চলছে, সেকথাও জানান তিনি।
গত ৬ মাস ধরে কিডনির সমস্যায় ভুগছেন। চলছে ডায়ালিসিস। তাঁর কিডনি বদলাতে হবে, এ কথা জানার পর অনেকেই তাঁকে কিডনি দান করার ইচ্ছা প্রকাশ করেন। তবে হাসপাতাল সূত্রের খবর, সম্ভবত কোনও আত্মীয়র কিডনিই বসবে সুষমার শরীরে। তবে অসুস্থ শরীর নিয়েও কাজ থেকে ছুটি নেননি তিনি, তাঁর টুইটার হ্যান্ডেলটি আগের মতোই সচল রয়েছে।