নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়াকে কীভাবে মানবকল্যাণে ব্যবহার করা যায় তা তিনি কার্যত দেখিয়েছেন গোটা বিশ্বকে। তাঁর টুইটার অ্যাকাউন্টে ছোট্ট একটা মেসেজ করে দিলেই কাজ হয়েছে ঝটিতি, তেল খাওয়া মেশিনের মত। যুদ্ধদীর্ণ লিবিয়াই হোক বা ইরাক- যেখানেই ভারতীয়রা সঙ্কটে পড়েছেন, খবর পেলেই সক্রিয় হয়ে উঠেছে তাঁর বিদেশ মন্ত্রক। স্বাভাবিকভাবেই টুইটারে সবথেকে জনপ্রিয় মহিলা নেত্রী সুষমা স্বরাজ। জর্ডনের সুন্দরী রানি রানিয়াকেও ছাপিয়ে গিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংস্থা বার্নসন-মার্সটেলার সমীক্ষা করে জানিয়েছে, বিশ্বের প্রথম ১০ যে নেতানেত্রীকে টুইটারে সবথেকে বেশি মানুষ ফলো করেন, তাঁদের মধ্যে উঠে এসেছেন সুষমা। ৫০ লক্ষ ফলোয়ার নিয়ে এই তালিকার ১০ নম্বরে আছেন তিনি। নেত্রীদের মধ্যে গোটা বিশ্বে তিনিই প্রথম। সাড়ে সাত কোটি ফলোয়ার নিয়ে সকলের মধ্যে অবশ্য এখনও প্রথমে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল প্লাস- সবেতেই তিনি এক নম্বর। দ্বিতীয় স্থানে পোপ ফ্রান্সিস, তাঁর ন’টি ভাষার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফলোয়ার সংখ্যা ২ কোটির কাছাকাছি।

সমীক্ষায় জানা গেছে, ১৭৩টি দেশের সরকার অথবা রাষ্ট্রপ্রধান টুইটার ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। সংখ্যাটা ফেসবুকের থেকেও বেশি।