নয়াদিল্লি: আল্লার পর আপনিই আমাদের শেষ আশা। দয়া করে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসকে অনুমতি দিন আমাদের মেডিক্যাল ভিসা দিতে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে এই টুইট করেছেন লাহোরের শাহজিব ইকবাল। যদিও পরে সেই টুইট ডিলিট করে দেন তিনি।


সুষমা অবশ্য তাঁর আবেদন মঞ্জুর করেছেন।শাহজিবের টুইটের জবাবে বিদেশমন্ত্রী বলেছেন, ভারত আপনার আশাভঙ্গ করবে না। আমরা এখনই ভিসা ইস্যু করছি।

[embed]https://twitter.com/SushmaSwaraj/status/934460055201574913[/embed]

এছাড়া আরও দুই পাক নাগরিকের মেডিক্যাল ভিসা মঞ্জুর করেছেন তিনি।

দুদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হলেও স্বাধীনতা দিবসে বিদেশ মন্ত্রক জানায়, ন্যায়সঙ্গত দাবি রয়েছে এমন যে কোনও পাক নাগরিককে মেডিক্যাল ভিসা দেওয়া হবে।

এর আগে মে মাসে বিদেশ মন্ত্রক বলে, শুধু পাক প্রধানমন্ত্রীর বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের কাছ থেকে চিঠি আনতে পারলেই মেডিক্যাল ভিসা চাইতে পারবেন পাকিস্তানিরা। কিন্তু ইসলামাবাদ বলে, এই চিঠি চাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ তা কূটনৈতিক নিয়ম বিরোধী, অন্য কোনও দেশ এমন নিয়ম করেনি।

এরপর লিভার টিউমার চিকিৎসার জন্য ভিসা চাওয়া জনৈক পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাকে আজিজের চিঠি ছাড়াই ভিসা দেয় কেন্দ্র। সুষমা বলেন, ওই রোগীর কোনও চিঠিচাপাটির দরকার নেই, কারণ পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।