ট্রেন্ডিং

'দ্বিতীয়বার জন্ম হয়েছে মনে হচ্ছে..' ! নিজের বাড়িতে ফিরলেন পাক-হেফাজত থেকে মুক্ত পূর্ণম কুমার

'পাকিস্তানে জঙ্গলের আইন চলছে, ওঁকে রাজা উপাধি দিলে ভাল হত', মুনিরকে কটাক্ষ ইমরান খানের !

বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ভালভাবে নিল না হাভার্ড, ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা দায়ের

চিপস চুরির অপবাদ সইতে না পেরে আত্মঘাতী ক্লাস সেভেনের পড়ুয়া ! 'মা আমি চুরি করিনি, কুড়িয়ে পেয়েছিলাম..', লিখে গেল সে

'ভারতে বা অন্য কোনও জায়গায় নয়', ২৫ শতাংশ শুল্ক দিতে হবে অ্যাপলকে, চরম সতর্কবার্তা ট্রাম্পের
৩১ মে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ
আমেরিকায় ভারতীয়দের ওপর জাতিবিদ্বেষী হামলা: পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার, জানালেন সুষমা
Continues below advertisement

নয়াদিল্লি: অসুস্থতার পর সুস্থ হয়ে বেশ কিছু দিন পরে সংসদে এলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন লোকসভায় আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের ওপর জাতিবিদ্বেষী হামলার ঘটনা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন তিনি। বিদেশমন্ত্রী জানিয়েছেন, বিদেশে বসবাসকারী ভারতীয়দের ওপর হামলার ঘটনার দিকে সতর্ক নজর রাখছে সরকার। ভারতীয়দের নিরাপত্তার ব্যাপারে বিদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে বলেও জানিয়েছিন স্বরাজ।
বিদেশমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন প্রশাসন এই সব হামলার ঘটনার নিন্দা করেছেন এবং এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
শ্রীনিবাস কুচিভোটলা ও দীপ রাইয়ের ওপর হামলার ঘটনা উল্লেখ করে স্বরাজ জানিয়েছেন, তিনি আক্রান্তদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছেন এবং আমেরিকার সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছেন। মার্কিন সরকার আশ্বাস দিয়েছে, এই সব হামলার ঘটনা আমেরিকার মানুষের মনোভাবের প্রতিফলন নয়।
এই হামলার ঘটনায় সরকার নিস্পৃহ বলে কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়্গে যে অভিযোগ করেছেন তা খারিজ করে দিয়েছেন বিদেশমন্ত্রী।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে