নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের জবাব দিলেন সুষমা স্বরাজ। ভারত উন্নত দুনিয়া থেকে লাখ লাখ ডলার পাওয়ার লোভেই প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে বলে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহেই ওই চুক্তি থেকে আমেরিকা সরে যাচ্ছে বলে জানিয়ে দেন তিনি।

ট্রাম্পের তোপের জবাবে আজ বিদেশমন্ত্রী জানিয়ে দেন, এটা একেবারেই ঠিক নয়। কারও চাপে বা লোভে পড়ে প্যারিস চুক্তিতে সই করেনি ভারত। আমরা পরিবেশ রক্ষায় দায়বদ্ধ। এই দায়বদ্ধতা ৫ হাজার বছরের পুরানো। প্রকৃতিকে আমরা পুজো করি। ভারতের মর্মে, উপলব্ধিতে রয়েছে পরিবেশপ্রেম। আমি ওনার দুটি অভিযোগই নাকচ করছি।

অবশ্য ট্রাম্প ভারত সম্পর্কে মন্তব্য করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা করার পরও ভারত-মার্কিন সম্পর্কে কোনও বদল হয়নি, বারাক ওবামার আমলের মতোই দুদেশের সম্পর্ক এগিয়ে চলেছে বলে জানান তিনি।

কিন্তু একইসঙ্গে সুষমা জানিয়ে দিতে ভোলেননি যে, এইচ১বি ভিসার ক্ষেত্রে সংশোধিত মার্কিন নীতির ফলে এখনও ভারত উদ্বেগের মধ্যে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে প্রায় ২০০টি দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে সামিল হয়, বিশ্ব উষ্ণায়নের মাত্রা যাতে প্রাক-শিল্প স্তরের ওপরের দুই সেলসিয়াস ডিগ্রির নীচে মাত্রায় বেঁধে রাখা যায়, সেই লক্ষ্যমাত্রা সামনে রাখে তারা।