নয়াদিল্লি: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে বেশিরভাগ সময় রাজনৈতিক এবং বিদেশনীতি নিয়েই কথা বলতে দেখা যায়। কিন্তু সুষমা স্বরাজও যে মনে মনে এতটা রোম্যান্টিক সেবিষয় আগে কেউ তেমন বুঝতে পারেননি, যদি না এই বিষয়টা প্রকাশ্যে আসত।





 



টুইটারে এক সদ্যবিবাহিত দম্পতি টুইট করেছিলেন মধুচন্দ্রিমায় যাওয়ার দুদিন আগে তাঁর কাজাকবাসী স্ত্রী পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। অগত্যা বাধ্য হয়ে স্বামীকে একাই ইতালি চলে যেতে হয়। কিন্তু টুইটারে ম্যাঙ্গালোরবাসী ফটোগ্রাফার ফৈজান পটেল-এর টুইট দেখে মন নরম হয়ে যায় বিদেশমন্ত্রীর। তিনি নিজে দায়িত্ব নিয়ে টুইট করে ফৈজানকে বলেন, তোমার স্ত্রীকে আমার সঙ্গে যোগাযোগ করতে বল। পাসপোর্টের আরেকটি কপির ব্যবস্থা এক্ষুনি হয়ে যাবে। পরবর্তী বিমান ধরেই তোমার স্ত্রী ইতালি পৌঁছে যাবেন।





 



অথচ এই রোম্যান্টিক বিদেশমন্ত্রীই গত ২৪ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র যে স্বপ্ন দেখে কাশ্মীর পুরোপুরি পাকিস্তানের হয়ে যাবে একদিন, তা বাস্তবে কোনওদিন সম্ভব নয়। কিন্তু এই কঠিন হৃদয়ের বিদেশমন্ত্রী ফৈজান পটেলের টুইট দেখে অনেকটা নরম হয়ে যান।

প্রসঙ্গত, বিদেশমন্ত্রী তাঁর কথাও রেখেছেন। ফৈজানের স্ত্রী সানা ফতিমা খানের পাসপোর্টের বন্দোবস্ত করে দিয়ে, তাঁকে শেষপর্যন্ত ইতালি পাঠিয়েও দিয়েছেন। দম্পতি তাঁদের পরবর্তী টুইটে বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একাধিক টুইটও করেছেন।