এদিন সকাল ৯টা ৫৮-য় শারীরিক অবস্থা নিয়ে নিজেই ট্যুইট করেন বিদেশমন্ত্রী। তিনি লেখেন, কিডনি ঠিকমতো কাজ না করায় আমি এইমসে ভর্তি। এখন ডায়ালিসিস চলছে। কিডনি প্রতিস্থাপন করতে হবে কি না, তা নিয়ে পরীক্ষা করছেন চিকিত্সকরা। ইশ্বর আমাকে আশীর্বাদ করবেন।
পাল্টা ট্যুইটে সুষমার দ্রুত আরোগ্য কামনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আব্দুল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
এইমস সূত্রে জানানো হয়েছে, বিদেশমন্ত্রীর কিডনি প্রতিস্থাপনের তাড়াহুড়ো নেই। পরিবারের কারও কিডনি তাঁকে দেওয়া যাবে না। তাই উপযুক্ত দাতার খোঁজ চলছে। পাওয়া গেলে ধীরেসুস্থে প্রতিস্থাপন করা হবে।
সূত্রের খবর, ডায়ালিসিস ও পরীক্ষার পরই এদিন বাড়ি ফিরে যান বিদেশমন্ত্রী। বৃহস্পতিবার ফের ভর্তি হবেন হাসপাতালে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে নিউমোনিয়া ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে এইমস-এ ভর্তি ছিলেন বিদেশমন্ত্রী।