নয়াদিল্লি:  বিদেশে বিপদগ্রস্ত ভারতীয়দের দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এবার সার্বিয়ায় এক ভারতীয় অপহৃত হয়েছেন জানতে পেরে তাঁকে উদ্ধারের জন্য সমস্ত চেষ্টা করে শেষপর্যন্ত জানতে পারলেন, পুরোটাই সাজানো। এই ঘটনায় খুবই বিরক্ত স্বরাজ।

সার্বিয়ায় এক ভারতীয় অপহৃত হয়েছেন এবং তাঁর ওপর অত্যাচার করা হচ্ছে বলে জানতে পেরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন বিদেশমন্ত্রী। এক নেটিজেন ট্যুইটার মারফত্ সুষমার কাছে তাঁর ভাইকে উদ্ধারের আর্জি জানান। তিনি লেখেন, তাঁর ভাইকে সার্বিয়ায় অপহরণ করা হয়েছে। অর্থ না পাঠালে খুনের হুমকি দিয়েছে অপহরণকারীরা। ওই ট্যুইটের সঙ্গে ছিল একটি ভিডিও। সেখানে দেখা গেছে, হাত বেঁধে এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে।





এই ট্যুইট নজরে আসার পরই তত্পর হন সুষমা। কয়েক ঘন্টার মধ্যেই বিদেশমন্ত্রী ট্যুইট করে জানান, বিনয় মহাজনকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তিনি সার্বিয় কর্তৃপক্ষের হেফাজতে নিরাপদে রয়েছেন।





কিন্তু পরে রাতে সুষমা ট্যুইট করে জানান, তাঁর কাছে যে তথ্য সব তথ্য এসেছে তার থেকে স্পষ্ট যে, ওই ব্যক্তিকে অপহরণ করা হয়নি। নিজের অপহরণের নাটক নিজেই ফেঁদেছিলেন ওই ব্যক্তি।