হায়দারাবাদ: সৌদি আরবে বন্দি করে রাখা হয়েছে তেলেঙ্গানার ২৯জন নাগরিককে। তাঁদের মুক্তির জন্য বিদেশমন্ত্রকের দ্বারস্থ হল রাজ্য প্রশাসন। ওই ভারতীয়দের তাঁদের মালিক বন্দি করে রেখেছে বলে জানা গিয়েছে।


বিদেশমন্ত্রককে লেখা একটি চিঠিতে তেলেঙ্গানার প্রবাসী ভারতীয় বিষয়ক দফতরের মন্ত্রী কেটি রামা রাও বলেছেন, সংশ্লিষ্ট সংস্থা ২৯জন কর্মচারীকেই বন্দি করেছে, কাঞ্জি শহরের বোদার এলাকায় একটি ঘরে আটকে রেখেছে তাঁদের। শেষ ১২ দিন খাবার, জল, ওষুধ- কিচ্ছু পাননি তাঁরা।

বাড়ি ফেরার জন্য ছুটি চেয়ে কোম্পানির কাছে আবেদন করেন ওই ২৯ কর্মী। কিন্তু কোম্পানি ছুটি দেওয়ার বিনিময়ে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫০,০০০ মার্কিন ডলার চায় বলে অভিযোগ। সফরের খরচ দিতেও অস্বীকার করে তারা। আদালত ওই কর্মচারীদের পক্ষে রায় দেয়, বলে, যাতায়াতের খরচ দেওয়ার পাশাপাশি ৩দিনের মধ্যে তাঁদের বাড়ি যেতে দিতে হবে। কিন্তু তারপর থেকেই কোম্পানির মালিক আটকে রেখেছে তাঁদের।

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিদেশে সঙ্কটে পড়া ভারতীয়দের পাশে যেভাবে বারবার এসে দাঁড়িয়েছেন, সে কথার উল্লেখ করে তেলেঙ্গানা সরকারের অনুরোধ, এই ২৯জনের জীবন বাঁচাতেও যেন একইভাবে সক্রিয় হয় বিদেশ মন্ত্রক।