চেন্নাইয়ে আট তলা থেকে তরুণীর ঝাঁপ, ব্লু হোয়েলের শিকার বলে সন্দেহ
Web Desk, ABP Ananda | 23 Aug 2017 04:12 PM (IST)
চেন্নাই: চেন্নাইয়ের বিরুগামবক্কাম অঞ্চলের একটি বহুতলের আট তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। সোমবার রাতে ফ্ল্যাটের বারান্দা থেকে ঝাঁপ দেন জে নিবেদিতা (২৪) নামে ওই তরুণী। সৌভাগ্যবশত তিনি একটি গাড়ির উপর গিয়ে পড়েন। ফলে শিরদাঁড়া ভাঙা ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। এই ঘটনায় অনলাইন গেম ব্লু হোয়েল চ্যালেঞ্জের ছায়া দেখছেন ওই আবাসনের অন্যান্য বাসিন্দারা। যদিও নিবেদিতার পরিবার এই দাবি অস্বীকার করেছে। পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি কলেজে এমসিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী নিবেদিতা। তিনি বারন্দার গ্রিলের গেট খুলে ঝাঁপ দেন। তিনি গাড়িটির উপরে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ শুনে আবাসনের নিরাপত্তারক্ষী এবং অন্যান্য বাসিন্দারা ছুটে যান। নিবেদিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই তরুণী কেন আত্মহত্যার চেষ্টা করলেন, সে বিষয়ে তাঁর বাবা-মা কিছু বলতে পারেননি।