মুম্বইয়ে ধৃত সন্দেহভাজন আই এম জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2016 12:16 PM (IST)
মুম্বই: ২০১১-র সিরিয়াল বিস্ফোরণ কাণ্ডে যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করল মহারাষ্ট্র সন্ত্রাসদমন শাখা। ধৃতের নাম জইনুল আবেদিন, পুলিশ জানিয়েছে, সে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি। আজ সকালে মুম্বই বিমানবন্দর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় আদালত তাকে ১০ দিনের জন্য সন্ত্রাসদমন শাখার হেফাজতে পাঠিয়েছে। ২০১১-র ১৩ জুলাই মুম্বইয়ের অপেরা হাউস, জাভেরি বাজার ও পশ্চিম দাদারে ঘটে পরপর বিস্ফোরণ। এতে ২৬ জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা ১৩০ জনের মত। ওই ঘটনায় যে বিস্ফোরক ব্যবহার করা হয়, জইনুলই তা আই এমকে সরবরাহ করে বলে অভিযোগ করেছে পুলিশ। অভিযুক্তের নামে আগে থেকেই রেড কর্নার নোটিশ ছিল, মহারাষ্ট্র এটিএস ছাড়াও কর্নাটক আর গুজরাট পুলিশও খুঁজছিল তাকে।