নয়াদিল্লি: দিল্লি থেকে এক সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) অপারেটিভকে আটক করল পুলিশ। কেরলের কান্নুরের বাসিন্দা ওই ব্যক্তিকে এদিন দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।


জানা গিয়েছে, শাহজাহান ভেলুবা নামে বছর ৩২-এর ওই ব্যক্তি যে ভারতে আসছে, তা কেন্দ্রীয় গোয়েন্দাদের আগাম তথ্য দেয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।


এদিন ভেলুবা বিমানবন্দরে পৌঁছতেই তাকে আটক করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সূত্রের খবর, ভেলুবার সঙ্গে আইএস-এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন গোয়েন্দারা।


এদিন ভেলুবাকে দীর্ঘক্ষণ জেরা করে পুলিশ। মূলত, অন্যান্য আইএস অপারেটিভদের সম্পর্কে জানতে চান গোয়েন্দারা। পাশাপাশি, ওই অপারেটিভদের সঙ্গে ভেলুবার সম্পর্ক কতটা গভীর তাও জানতে চেয়ে জেরা করা হয়ে আটককে।


সূত্রের খবর, গত ফেব্রুয়ারি মাসে ভেলুবাকে তুরস্ক থেকে বের করে দেওয়া হয়। তার বিরুদ্ধে সেখানে নাশকতা কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠে।


কিন্তু, কিছুদিনের মধ্যে জাল পাসপোর্ট বানিয়ে ফের তুরস্কে প্রবেশ করার চেষ্টা করে ভেলুবা। কিন্তু, এযাত্রাতেও রক্ষা হয়নি। ধরা পড়ে যাওয়ায়, তাকে ভারতে ফেরত পাঠানো হয়।


পুলিশের অনুমান, ভেলুবার মাধ্যমে এদেশে লুকিয়ে থাকা আরও আইএস অপারেটিভদের হদিস মিলবে।