নয়াদিল্লি: তুরস্কে জঙ্গি হামলার পরেই হায়দরাবাদে আইএস ঘাঁটির হদিশ। আইএস মডিউলে জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস। ১১ জন সন্দেহভাজনকে আটক করেছে এনআইএ। মিলেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, সিরিয়া থেকে আইএস নেতারা এদের সরাসরি নির্দেশ দিত। আইএস-এর মদতে এই ১১ জন আজ ভোর ৫টা নাগাদ হায়দরাবাদে হামলা চালানোর পরিকল্পনা করে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক এবং নগদ ১৫ লক্ষ টাকা। সূত্রের খবর, ভারতের নানা প্রান্তে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে হায়দরাবাদের এই ঘাঁটিতে অস্ত্র, গোলা-বারুদ মজুত করা হচ্ছিল। আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে আরও কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে, তার হদিশ জানার চেষ্টা চলছে।
ধৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, ধৃত ১১ জনই তরুণ। সিরিয়ার আইএস হ্যান্ডলারদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং সেখান থেকেই অর্থের যোগান পাচ্ছিল তারা। ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে এনআইএ।
হায়দরাবাদে আইএস ঘাঁটির হদিশ, হামলার ছক ফাঁস, ধৃত ১১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2016 05:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -