জম্মু: জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তে সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধি ধরা পড়ার পরিপ্রেক্ষিতে হাই অ্যালার্ট জারি করা হল। আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীর সফরে যাওয়ার কথা। তার আগে এই ঘটনায় নিরাপত্তারক্ষীদের চিন্তা বেড়ে গিয়েছে। আগামী তিন-চারদিন ধরে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
কাঠুয়ার পুলিশ সুপার শ্রীধর পটেল জানিয়েছেন, ‘বিএসএফ জওয়ানরা দেখতে পান, তারনা আলা অঞ্চলে সীমান্তে বেষ্টনীর কাছেই পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাঘুরি করছে। তাদের হাতে ব্যাগ ছিল। এরপরেই হাই অ্যালার্ট জারি করে তল্লাশি শুরু হয়েছে। সব বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। অতিরিক্ত চেক পয়েন্ট তৈরি করা হচ্ছে। কাঠুয়া, সাম্বা সহ জম্মুর সব জাতীয় সড়কেও গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। আকাশপথেও নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী। তবে এখনও কিছু পাওয়া যায়নি।’
বিএসএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তান থেকে একদল জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তারা অনুপ্রবেশ করতে পেরেছে না বাধা পেয়ে ফিরে গিয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। নিরাপত্তারক্ষীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহজনক গতিবিধি দেখলেই নিরাপত্তারক্ষীদের খবর দিতে বলা হয়েছে সাধারণ মানুষকে।
কাঠুয়ায় আন্তর্জাতিক সীমান্তে সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধি, জম্মুতে হাই অ্যালার্ট
Web Desk, ABP Ananda
Updated at:
14 May 2018 05:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -