আম্বালা: করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই সন্দেহে এক বৃদ্ধার শেষকৃত্য ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল হরিয়ানার আম্বালার একটি গ্রামে। উত্তেজিত লোকজনকে নিয়ন্ত্রণে আনতে লাঠিও চালাতে হয় পুলিশকে।
পুলিশ জানিয়েছে, আম্বালা ক্যান্টনমেন্ট সংলগ্ন চাঁদপুরা গ্রামের বাসিন্দারা স্থানীয় শ্মশানে গতকাল সন্ধেয় ওই বৃদ্ধার বাধা দেয়। গ্রামবাসীদের সন্দেহ হয়, ওই মহিলার কোভিড-১৯ সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে। এজন্য গ্রামবাসীরা স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্যে বাধা দেয়।
পুলিশ জানিয়েছে, জনতাকে আশ্বস্ত করা হয় যে, শেষকৃত্য হলে সংক্রমণের কোনও আশঙ্কা নেই। গ্রামবাসীদের শেষকৃত্যে বাধা না দেওয়ারও আর্জি জানানো হয়।
পুলিশ বলেছে, বিকেলে আম্বালা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে এই মহিলার মৃত্যু হয়। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিত্সকরা মৃতার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে রেখেছেন।
আত্মীয়রা যখন মরদেহ নিয়ে চাঁদপুরার শ্মশানে পৌঁছন, তখন গ্রামবাসীরা তাঁদের বাধা দেন বলে পুলিশ জানিয়েছে।
গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের পদস্থ আধিকারিকরা। কিন্ত বারংবার আশ্বাস সত্ত্বেও গ্রামবাসীরা শেষকৃত্য করতে না দেওয়ার দাবিতে অনড় ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়।
আম্বালার এসপি অভিষেক জোরওয়াল জানিয়েছেন, বেশ কয়েকজন গ্রামবাসীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
করোনায় মৃত্যু সন্দেহে বৃদ্ধার শেষকৃত্যে বাধা গ্রামবাসীদের, লাঠিচার্জ পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2020 02:43 PM (IST)
করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই সন্দেহে এক বৃদ্ধার শেষকৃত্য ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল আম্বালার একটি গ্রামে। উত্তেজিত লোকজনকে নিয়ন্ত্রণে আনতে লাঠিও চালাতে হয় পুলিশকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -